বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:০৯

আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:০২

শেয়ার

শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু। ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় দেশে মশাবাহীত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩৩ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৯০০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৭৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৪৩৭ জন, বাকি ১ হাজার ৩৩৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৩৭ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ১২১ জন, ঢাকা বিভাগে ১৬৭ জন, বরিশাল বিভাগে ৫৫ জন, খুলনা বিভাগে ৮৫ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, সিলেট বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১৮ জন ও ময়মনসিংহ বিভাগে ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন।