বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

রংপুরে নার্স এবং মিডওয়াইফারি শিক্ষার্থীদের কর্মবিরতি

প্রতিনিধি, রংপুর

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৪ ১৪:৩০

আপডেট: ১ অক্টোবর, ২০২৪ ১৪:৩৬

শেয়ার

রংপুরে নার্স এবং মিডওয়াইফারি শিক্ষার্থীদের কর্মবিরতি
ছবি: বাংলা এডিশন

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন নার্স ও মিডওয়াইফারির শিক্ষার্থীরা।

মঙ্গলবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ তাদের একদফা দাবি নিয়ে মানববন্ধন করেন।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ এবং অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবি করেন তারা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি চালবে বলে তারা গনমাধ্যমকে অবহিত করেন।

banner close
banner close