বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘন্টায় আরও ৩ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৪ ০৯:০৬

শেয়ার

ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘন্টায় আরও ৩ মৃত্যু
ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু। ছবি: সংগৃহীত

দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ১২১ জনে।

এ সময় নতুন করে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক হাজার ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ৪১০ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১৮২ জন, বরিশালে ৯৩ জন, চট্টগ্রামে ১৪৩ জন, খুলনায় ১১৯ জন, ময়মনসিংহে ৪২ জন ও রাজশাহীতে ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

 

banner close
banner close