বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪ ১৯:২৭

শেয়ার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩৩
প্রতীকী ছবি।

২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৮৩২ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক হাজার ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় ৪২৭ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ২০৮ জন, বরিশালে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৩১ জন, খুলনায় ৮০ জন, রংপুর বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ৩ জন, ময়মনসিংহে ৩২ জন ও রাজশাহীতে ৫৯ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে ৯৩৯ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ নিয়ে মোট ৩৬ হাজার ১৫১ জন ছাড়পত্র পেয়েছেন।

banner close
banner close