বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন রোগী ৪৪১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৪ ২০:৩৮

শেয়ার

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন রোগী ৪৪১
প্রতীকী ছবি।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪১ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ২৩৭ জন এবং আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ৪৯১ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ২১০ জন এবং অন্যরা ঢাকার বাইরে।’

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

banner close
banner close