বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৪ ২০:৪০

শেয়ার

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
প্রতীকী ছবি।

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৬৭ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ৪১১ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬১৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ হাজার ৮০০ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন ৭০ হাজার ৪৫৩ জন।

banner close
banner close