বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

ডেঙ্গুতে একদিনে এ বছরের সর্বোচ্চ মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৪ ১৮:২৯

শেয়ার

ডেঙ্গুতে একদিনে এ বছরের সর্বোচ্চ মৃত্যু
প্রতীকী ছবি।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুনকরে ১১ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৫৯ জনের মৃত্যু হলো।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ৩১৫ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬হাজার ৭৯১ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন ৮২ হাজার ৬১২ জন।

banner close
banner close