বুধবার

৪ ডিসেম্বর, ২০২৪
২০ অগ্রহায়ণ, ১৪৩১
০২ জামাদিউছ ছানি, ১৪৪৬

আসাদুজ্জামান নূর ও তানভীর ইমামের ওপর ক্ষিপ্ত হলেন আহত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৪ ১৭:৫৪

শেয়ার

আসাদুজ্জামান নূর ও তানভীর ইমামের ওপর ক্ষিপ্ত হলেন আহত শিক্ষার্থীরা
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমামের ওপর ক্ষিপ্ত হন আহত শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে আসা সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীরা।

দুপুরে প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় থেরাপি নিতে আসলে তাদের দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন কয়েকজন শিক্ষার্থী। পরে তারা গণহত্যার অভিযোগে আসাদুজ্জামান এবং তানভীর ইমামকে প্রতিহত করেন। এসময় তাদের উদ্দেশ্যে সন্ত্রাসী বলে চিৎকার করেন আহত ছাত্ররা।

শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ও হাসপাতালের কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূর এবং ১৮ সেপ্টেম্বর গুলশান থেকে তানভীর ইমামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে দুর্নীতি, গণহত্যাসহ গুরুতর অভিযোগ রয়েছে।