
ডাক্তার পদবি সংক্রান্ত রিটের নিষ্পত্তি এবং মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের পাঁচ দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব।
একই রায় ঘোষণা করে ১৩ বছর ধরে চলা রিটের কার্যক্রমের অবসানের দাবি জানায় তারা।
মঙ্গলবার সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালামের পক্ষ থেকে দফতর সম্পাদক (ভারপ্রাপ্ত) ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনারা অবগত আছেন, গত কিছুদিন যাবত সারাদেশের মেডিকেল শিক্ষার্থী এবং তরুণ চিকিৎসকরা ডাক্তার পদবি সংক্রান্ত ১৩ বছর ধরে চলমান রিটের নিষ্পত্তির দাবিতে আন্দোলনরত রয়েছেন। এরই সঙ্গে ভঙ্গুর স্বাস্থ্যখাত সংস্কারে ৫ দফা দাবি পূরণে সরকারকে আহ্বান জানিয়ে আসছেন। জনস্বাস্থ্যের বৃহত্তর স্বার্থে ৫ দফার সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম একাত্মতা ঘোষণা করেছেন।’
আরও পড়ুন: