
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের অপুষ্টির হার কমলেও, সিলেটে অপুষ্টির সমস্যা সে হারে কমছে না বলে জানিয়েছেন গবেষকরা।
বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের আয়োজনে একটি সেমিনারে গবেষকরা এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি।
সেমিনারটিতে গবেষণার প্রধান তদন্তকারী অধ্যাপক ড. মোসাম্মৎ কামরুন নেছার সভাপতিত্বে এবং সহ-প্রধান তদন্তকারী অধ্যাপক ড. মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
এ সময় তিনি বলেন, ‘শিশুদের অপুষ্টিজনিত সমস্যা সমাধানে এই গবেষণার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নীতিনির্ধারকদের কার্যকর পদক্ষেপ নিতে সহায়তা করবে।’
গবেষকরা জানান, ‘শিশুদের পুষ্টির পরিস্থিতির সামগ্রিক উন্নতি হলেও, কিছু নির্দিষ্ট অঞ্চলে অপুষ্টি এখনো একটি গুরুতর সমস্যা হিসেবে বিদ্যমান। বিশেষ করে সিলেট বিভাগে শিশুদের পুষ্টিহীনতার হার এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। এতে শৈশবের অপুষ্টির জন্য সিলেট বিভাগে ঝুঁকিপূর্ণ এলাকার মূল্যায়ন প্রকল্পের গবেষণা ফলাফল উপস্থাপন করা হয়।’
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন, বিভাগীয় পরিচালক ড. মো. আনিসুর রহমান এবং মূল বক্তা অধ্যাপক ড. মো. ইকবাল হোসেন।
আরও পড়ুন: