বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

শনিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মার্চ, ২০২৫ ২১:৫৭

শেয়ার

শনিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
প্রতীকী ছবি।

দুই দফা দাবিতে শনিবার থেকে তিন দিনের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

শুক্রবার ফোরামের পক্ষে ডা. মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এর আগে ২৫ ফেব্রুয়ারি এক প্রেস কনফারেন্সে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা থেকে টানা তিন দিন সরকারি হাসপাতালে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। তবে জরুরি বিভাগের সেবা কর্মসূচির বাইরে থাকবে। দাবি আদায় না হলে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পূর্ণ দিবস কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি।

বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা এবং তৃতীয় গ্রেড পাওয়া সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি দেওয়া।

সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলছে, “দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করে চিকিৎসকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। নইলে দেশের চিকিৎসা ব্যবস্থা দীর্ঘ সংকটে পড়ার আশঙ্কা রয়েছে।

শনিবার থেকে তিন দিনের কর্মবিরতির কথা জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের আরও কয়েকটি সংগঠন।

এ তালিকায় রয়েছে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ, সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশ, সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশ, অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ, দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ সোসাইটি অব কোলন অ্যান্ড রেক্টাল সার্জনস।

banner close
banner close