
বন্যাকবলিত ফেনী জেলায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ কার্যক্রম শুরু করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমানের নির্দেশে এবং নির্বাহী পরিচালক ডা. ফারহাদ হালিম ডোনারের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবারের মাঝে খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয়া হবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশন ফেনী সদর, ছাগলনাইয়া, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় ত্রাণ বিতরণ করছে।
ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল বন্যাকবলিত এলাকা পরিদর্শনের ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করছে। পাশাপাশি দলটি প্রাথমিক চিকিৎসাসেবা ও বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করছে
ঠিকানা: হাউজ:৯১, রোড- ১৩/সি, ব্লক- ই, বনানী, ঢাকা-১২৩০।
বাংলা এডিশন কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত