৭৭ রানে অপরাজিত আছেন ভেরেইন। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ফেসবুক পেইজ
মিরপুর টেস্টে প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকা ১৩৭ রানে লিড রেখে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে। যদিও হাসান মাহমুদ টানা দুই বলে দুই উইকেট নিয়ে কিছুটা আশা জাগান। তবে প্রথম সেশন শেষে দক্ষিণ আফ্রিকাই এগিয়ে রয়েছে।
মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৮ উইকেটে ২৪৩ রান। যেখানে তারা এরই মধ্যে লিড নিয়েছে ১৩৭ রানে। ক্রিজে ১০৫ বলে ৭৭ রানে অপরাজিত আছেন ভেরেইন। তার সঙ্গে ২৫ বলে ৬ রানে অপরাজিত আছেন ডেন পিডট।