banglaedition.com
আপডেট : ৩ এপ্রিল, ২০২৫ ১১:৪৪
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় কিশোরের মৃত্যু

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে মাহির তাজওয়ার তাজ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার বিকেলে নয়মাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে। তাজ জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের গড়চাপড়া গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে।

ঈদের আনন্দ উপভোগ করতে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল তাজ। বিকেলে নয়মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।