
সিরাজগঞ্জ রায়গঞ্জে মুরগিবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় অটোভ্যানে থাকা আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হন।
শনিবার (৫ এপ্রিল), সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎতের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শিশুটি উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১০), এবং সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৪৫)। আহত ব্যক্তিদের মধ্যে দু’জন নারী ও তিনজন পুরুষ। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)। মো. আব্দুর রউফ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুরগিবাহী ট্রাক দ্রুতগতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোভ্যানটি মহাসড়ক দিয়ে ঘুড়কার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ এলাকা অতিক্রম করার সময় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা শিশুসহ দুই যাত্রী নিহত হন। এতে আহত হন অটোভ্যানের আরও পাঁচ যাত্রী।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঠিকানা: হাউজ:৯১, রোড- ১৩/সি, ব্লক- ই, বনানী, ঢাকা-১২৩০।
বাংলা এডিশন কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত