banglaedition.com
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫ ০৯:৪২
আরও ২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে
অনলাইন ডেস্ক

আরও ২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে

প্রতীকী ছবি।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‍

এতে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার সকাল পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে সাতজন, ঢাকা বিভাগে তিনজন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনজন, খুলনা বিভাগে দুইজন এবং ময়মনসিংহ বিভাগে তিনজন রয়েছেন।

এ সময়ে ১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ৯০৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। 

আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৬ জন। এর মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৯ শতাংশ নারী রয়েছেন। 

চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৪ জন মারা গেছেন।