বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

কেবিন ক্রু নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস; চশমা ব্যবহারকারী আবেদনের জন্য গ্রহণযোগ্য নন।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৪ ১০:২৫

আপডেট: ৩ অক্টোবর, ২০২৪ ১০:২৮

শেয়ার

কেবিন ক্রু নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস; চশমা ব্যবহারকারী আবেদনের জন্য গ্রহণযোগ্য নন।
ছবিঃ বাংলা এডিশন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী)/ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী)/ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫০ জন ফ্লাইট স্টুয়ার্ডেস (নারী)/ফ্লাইট স্টুয়ার্ড (পুরুষ) নেবে প্রতিষ্ঠানটি। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা
আবেদনের জন্য এইচএসসি অথবা সমমান পাস হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা তৃতীয় বিভাগের সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়। এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৩ (৫–এর মধ্যে) থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ–২.৮ (৪–এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড থাকতে হবে। বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য দিতে হবে। 

অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী ও ইংরেজিতে পারদর্শী হতে হবে। অবিবাহিত হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে; চশমা ব্যবহারকারী কেউ আবেদনের জন্য গ্রহণযোগ্য নন।

কম্পিউটার–বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে।

বয়স
৩০ সেপ্টেম্বর তারিখে ১৯ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বেতন ও সুযোগ সুবিধা
বেতন স্কেল: ১৫,৯০০-৩৮,৪০০ টাকা এবং আনুষঙ্গিক ভাতা। এ ছাড়া রয়েছে উৎসব ভাতা, বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াতের সুবিধা, উন্নত চিকিৎসার সুবিধা, ইউনিফর্ম ভাতা ও দেশ–বিদেশে প্রশিক্ষণ।