শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

ঘূর্ণিঝড়ের সময় ও পরবর্তীতে করণীয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৪ ২৩:২৭

আপডেট: ১ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৪৯

শেয়ার

ঘূর্ণিঝড়ের সময় ও পরবর্তীতে করণীয়
ঘূর্ণিঝড়ের প্রবল বাতাস। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড়ের সময় ও তার পর করণীয়গুলো কী তা এক ফেসবুক পোস্টে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আমাদের পাঠকদের জন্য এ পরামর্শগুলো তুলে ধরা হলো:

১. ঘূর্ণিঝড়ের সময় ঘরের দরজা-জানালা, বিদ্যুৎ ও গ্যাস সংযোগের সুইচ বন্ধ রাখতে হবে।

২. বিচ্ছিন্ন হতে পারে বিদ্যুৎ সরবরাহ। এ জন্য মোবাইল ফোন ও অন্যান্য যন্ত্রে যথেষ্ট চার্জ দিয়ে রাখতে হবে।

৩. ধারালো কোনো বস্তু উন্মুক্ত অবস্থায় রাখা যাবে না। খোলা অবস্থায় থাকলে দ্রুত সরিয়ে ফেলতে হবে।

৪. পোষা প্রাণীদের বাঁধনমুক্ত করতে হবে, যাতে বিপদ বুঝলে ওরাও নিরাপদ স্থানে যেতে পারে।

৫. ঝড় শুরু হলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। খোলা রাস্তায়, গাছের নিচে, জীর্ণ পাকা কিংবা কাঁচা বাড়িতে আশ্রয় নেয়া যাবে না।

৬. ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি ও তার ধারালো অংশের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

৭. প্রাকৃতিক দুর্যোগের সময় পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা বেশি থাকে। তাই বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করে পান করতে হবে।