.jpg)
লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকের বিপুল সংখ্যক আবেদন অবশিষ্ট রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে।
সোমবার জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এর সঙ্গে লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস পরামর্শ করে রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়।
লিবিয়া দূতাবাস জানায়, অবশিষ্ট সব আবেদনকারীর রেজিস্ট্রেশন আগামী ২৯ আগস্ট এবং ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী সময়ে সম্পন্ন করা হবে।
ইতোমধ্যে সিরিয়াল প্রাপ্ত আবেদনকারীদেরকে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী দূতাবাস প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।
এ ছাড়া নতুন করে স্বেচ্ছায় দেশে গমনে ইচ্ছুক প্রবাসীরা উক্ত সময়ে দূতাবাস প্রাঙ্গণে উপস্থিত হয়ে সিরিয়াল গ্রহণ করে আইওএম এর সঙ্গে রেজিস্ট্রেশন, সাক্ষাৎকার এবং মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করতে পারবেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আবেদন করা যাবে।
আরও পড়ুন: