বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

বন্যার্তদের সহযোগিতার আহ্বান কুয়েত দূতাবাসের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৪ ০১:০০

শেয়ার

বন্যার্তদের সহযোগিতার আহ্বান কুয়েত দূতাবাসের
কুয়েতের বাংলাদেশ দূতাবাস। ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম জেলার মিরসরাই, ফটিকছড়ি উপজেলাসহ অন্তত ১১ জেলা বন্যাকবলিত হয়েছে।

এ অবস্থায় কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বন্যাকবলিত এলাকার মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

রোববার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহযোগিতা পাঠানোর আহ্বান জানানো হয়।

এ দিকে অনেক প্রবাসী বাংলাদেশি সাম্প্রতিক এই ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছেন। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মহতী আগ্রহকে দূতাবাস এবং সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হচ্ছে।

আগ্রহী ব্যক্তিদের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের অ্যাকাউন্টে সহায়তার অর্থ পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

হিসাবের নাম : ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’
ব্যাংক : সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়
হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩

banner close
banner close