বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

আগস্ট বিপ্লবের সুবাতাস রেমিট্যান্স প্রবাহে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৪ ২২:৫৬

আপডেট: ৩ সেপ্টেম্বর, ২০২৪ ০১:১৫

শেয়ার

আগস্ট বিপ্লবের সুবাতাস রেমিট্যান্স প্রবাহে
প্রতীকী ছবি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাসে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২২ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৬ হাজার ৬৫৬ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)।

সেপ্টেম্বরের প্রথম দিন এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে রেমিট্যান্স বাড়ায় ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভে। ২৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আগস্ট মাসের রিজার্ভের তথ্য প্রকাশ করেছে। 

প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৫ কোটি মার্কিন ডলার (২৫ দশমিক ৬৫ বিলিয়ন)।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২ হাজার ৬০ কোটি ডলার ( ২০ দশমিক ৬০ বিলিয়ন)।

banner close
banner close