
বাংলাদেশি এক প্রবাসীকে জবাই করে হত্যা করেছে সৌদি নাগরিক। সৌদি আরবের দাম্মাম প্রদেশের আল-সুবেখা নামক এলাকায় স্থানীয় সময় সোমবার সকাল ১০টা নাগাদ এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে হত্যার শিকার ওই প্রবাসী ফরিদপুরের ভাংগা উপজেলার বাসিন্দা ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।
রাস্তায় গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই সৌদি নাগরিক প্রবাসী ব্যক্তিকে প্রথমে পিছন থেকে ছুরিকাঘাত করেন। এরপর, আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাকে গলা কেটে নৃশংসভাবে জবাই করেন।
ওই সময় ঘটনাস্থলে অনেক মানুষ উপস্থিত থাকলেও ঘটনার আকস্মিকতায় কেউ বাধা দেয়ার সাহস করেনি।
শেষ খবর অনুযায়ী বাহরাইনে পালানোর সময় খুনিকে সৌদি পুলিশ আটক করেছে।
আরও পড়ুন: