বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

সৌদি আরবে বাংলাদেশিকে জবাই করে হত্যা; ভিডিও করায় ছয় বাংলাদেশি গ্রেপ্তার

প্রতিনিধি, সৌদি আরব

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৩১

আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৫২

শেয়ার

সৌদি আরবে বাংলাদেশিকে জবাই করে হত্যা; ভিডিও করায় ছয় বাংলাদেশি গ্রেপ্তার
বাংলাদেশি প্রবাসীকে জবাই করে হত্যা করে সৌদি নাগরিক। ছবি: বাংলা এডিশন

সৌদি আরবে এক বাংলাদেশিকে জবাই করে হত্যার ঘটনা মোবাইল ফোনে ধারণ করায় ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ প্রসাশন। গ্রেপ্তারকৃত ওই ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া, ঘটনার জেরে পাশ্ববর্তী এলাকায় অনেক পথচারীর মোবাইল ফোন তল্লাশি করা হয়।

স্থানীয় সময় সোমবার সকালে এক বাংলাদেশি প্রবাসীকে জবাই করে হত্যা করে সৌদি নাগরিক। দেশটির দাম্মাম প্রদেশের আল-সুবেখা নামক এলাকায় ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা যায় হত্যার শিকার ওই প্রবাসী ফরিদপুরের ভাংগা উপজেলার বাসিন্দা ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।

রাস্তায় গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই সৌদি নাগরিক প্রবাসী ব্যক্তিকে প্রথমে পিছন থেকে ছুরিকাঘাত করেন। এরপর, আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাকে গলা কেটে নৃশংসভাবে জবাই করে হত্যা করেন।

ওই সময় ঘটনাস্থলে বহু মানুষ উপস্থিত থাকলেও ঘটনার আকস্মিকতায় কেউ বাঁধা দেয়ার সাহস করেনি।

পরে, বাহরাইনে পালানোর সময় ঘাতক খুনিকে গ্রেপ্তার করে সৌদি পুলিশ।

banner close
banner close