শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

লিবিয়া থেকে ১৫৪ ‘বিপদগ্রস্ত’ বাংলাদেশি দেশে ফিরছেন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৫১

শেয়ার

লিবিয়া থেকে ১৫৪ ‘বিপদগ্রস্ত’ বাংলাদেশি দেশে ফিরছেন আজ
দেশে আসার আগে অভিবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলছেন দূতাবাস কর্মকর্তারা। ছবি: বাংলাদেশ দূতাবাস

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) সহযোগিতায় ত্রিপলী থেকে উদ্ধার হওয়া ১৫৪ জন বাংলাদেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে এ অভিবাসীদের ফেরত পাঠায় দেশটির প্রশাসন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে তারা দেশে পৌঁছাবেন বলে ধারণা করা যাচ্ছে।

বিদায়ের আগে অভিবাসীদের সঙ্গে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাদের সাক্ষাৎ হয়েছে বলে জানা গেছে।

দেশে ফেরত আসা অভিবাসীদের বেশিরভাগই অসুস্থ, অপহরণ ও মানবপাচারের শিকার হয়ে ডিটেনশন সেন্টারে অবস্থান করছিলেন।

দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর সেপ্টেম্বরের মধ্যে লিবিয়ার ত্রিপলী ও বেনগাজী থেকে তিনশোরও অধিক অভিবাসীকে ফেরত পাঠাবে দেশটির প্রশাসন। গত বছরের জুলাই থেকে এ পর্যন্ত ২ হাজার ৪৬৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

এ ছাড়া আগামী ১৯ সেপ্টেম্বর ত্রিপলী এবং ৩০ সেপ্টেম্বর বেনগাজী থেকে দুটি ফ্লাইটে আরও তিন শতাধিক আবেদনকারীকে দেশে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।