বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

যুক্তরাষ্ট্রের মিশিগানে দুর্বৃত্তের গাড়ির ধাক্কায় বাংলাদেশী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪ ১৫:৪৬

আপডেট: ১১ অক্টোবর, ২০২৪ ২০:৩৩

শেয়ার

যুক্তরাষ্ট্রের মিশিগানে দুর্বৃত্তের গাড়ির ধাক্কায় বাংলাদেশী নিহত
মাহিদুল ইসলাম সুজন। ছবি: সংগৃহীত

আমেরিকার মিশিগান রাজ্যে সড়ক দুর্ঘটনায় মাহিদুল ইসলাম সুজন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় তার বাবা নূর মিয়া গুরুতর আহত হন। তিনি রাজ্যের ডেট্টয়েট সিটির ডিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে হ্যামট্টামিক ও ডেট্টয়েট শহরের সংযোগস্থল ম্যাকনিকলস ট্রাফিক পয়েন্টে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত সুজন অঙ্গরাজ্যের স্টালিং হাইটস শহরের বাসিন্দা। দেশের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইয়া গ্রামে।

প্রবাসী ও পারিবারিক সূত্র জানায়, চার বছর আগে সুজন বিয়ে করে আমেরিকায় আসেন। বৃদ্ধ বাবা নুর মিয়াকে এক মাস আগে ভিজিট ভিসায় নিজের কাছে নিয়ে আসেন তিনি। আমেরিকা আসার আগে সুজন ব্যাংকে চাকরি করতেন।

সুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ডেট্টয়েট সিটির ডিএমসি হাসপাতাল আনা হয়েছে। শুক্রবার ফরেনসিক রিপোর্ট আসার পর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সুজনের বাবা আহত নুর মিয়ার অবস্থাও গুরুতর।

সুজনের মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।

 

banner close
banner close