সৌদি আরবে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন প্রবাসী বাংলাদেশি মৃত্যু হয়েছে। তারা হলেন- ইমাম হোসেন এবং মোহাম্মদ আব্দুল আজিজ।
স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টায় রিয়াদের মালা জেরির পান্ডা রোডে সাইকেল নিয়ে যাওয়ার সময় পেছন থেকে প্রাইভেট কার ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩৮ বছর বয়সী ইমাম হোসেনের মৃত্যু হয়। ইমাম হোসেনকে ধাক্কা দেয়া সৌদি নাগরিককে ইতোমধ্যে প্রশাসন গ্রেফতার করেছে।
ইমাম হোসেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলী এলাকার দেলোয়ার হোসেনের সন্তান। তিনি ২০০৮ সালে জীবীকার টানে সৌদি আরবে আসেন এবং মালাজ মিউনিসিপ্যালিটি অফিসের কর্মরত ছিলেন।
বর্তমানে তার মরদেহ সরকারি সমেসি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে, রোববার আবহা আসির প্রদেশের খামিস মোশায়েত শহরের মোহাম্মদ আব্দুল আজিজ নামে এক প্রবাসী বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিজ মালিকের ব্যাক্তিগত কাজে গাড়ি নিয়ে বের হলে খামিস মোশায়েত শহরের মদিনা আসকারি রোডের ইশারা লাজমা নামক স্থানে দুর্ঘটনার কবলে পড়ে গুরতর আহত হন আব্দুল আজিজ। পরে তাকে স্থানীয় খামিস মোশায়েত আল-মাদানি হাসপাতালে ভর্তি করা হয়। ৪ দিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে থাকার পর আব্দুল আজিজের মৃত্যু হয়।
মোহাম্মদ আব্দুল আজিজ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরোইতলী গ্রামের মোজাফফর আহম্মেদের ছেলে। পরিবারের সচ্ছলতা আনতে ৫ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমান তিনি।
বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠাতে বাংলাদেশ দূতাবাস রিয়াদের সহযোগিতা চেয়েছেন আব্দুল আজিজের পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: