জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেন প্রবাসীরা। ওই আন্দোলনে সংহতি জানায় বৈষম্যবিরোধী ছাত্র-নাগরিক ঐক্য ফেরাম (ইউএসএ)।
রোববার নিউ ইয়র্কের গ্লেন আইল্যান্ড পার্কে বৈষম্যবিরোধী ছাত্র-নাগরিক ঐক্য ফেরাম (ইউএসএ) এর উদ্যোগে মিলন মেলা ও বনভোজনের আয়োজন করা হয়। মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী সদস্য গিয়াস আহমেদ,সাংবাদিক কনক সারওয়ার ও সাংবাদিক ইলিয়াছ হোসাইনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ এ ছাড়াও বনভোজনে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজনরা। বনভোজন উপলক্ষে এক অনন্য মেলবন্ধন লক্ষ্য করা যায়।
গ্লেন আইল্যান্ড পার্কে চমৎকার আবহাওয়ায় দারুণভাবে জমে উঠেছিল এ বনভোজন। প্রাণের আমেজে অনুষ্ঠিত এ বনভোজনে নিউইয়র্কে বসবাসরত অনেকেই স্ব-পরিবার অংশ নেন। তাছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরাও যোগদান করেন এ আয়োজনে।
পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন তারা। ছিলো দড়ি-টানাটানি খেলার আয়োজন। আয়োজনকে প্রাণবন্ত করে রাখে আকর্ষণীয় সব খেলাধূলা ও মজাদার বাঙালী খাবার।
স্বৈরাচার পতনের আন্দোলনে অসামান্য অবদান রাখায় সাংবাদিক কনক সারোয়ার, সাংবাদিক ইলিয়াছ হোসাইনসহ বেশ কয়েকজনকে সম্মাননা স্বারক প্রদান করে সংগঠনটি।
সেসময় সাংবাদিক কনক সারোয়ার বলেন, জুলাই-আগস্টের গণহত্যার সমর্থনকারীরা রুপ পাল্টে বিপ্লবী রূপ ধারণ করছেন। গণহত্যার সমর্থনকারী সকল শ্রেনীপেশার মানুষদের বয়কট করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান করেন তিনি।
এ সময় সাংবাদিক ইলিয়াছ হোসাইন তার বক্তব্যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ও তাদের দোসরদের আমেরিকাসহ সকল দেশে প্রবেশ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: