বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পরে বাংলাদেশির মৃত্যু

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৪ ১৮:০৮

আপডেট: ২৩ অক্টোবর, ২০২৪ ১৮:২১

শেয়ার

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পরে বাংলাদেশির মৃত্যু
নিহত আব্দুল আজিজ মিন্টু। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে পরে একজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে তার মৃত্য হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। নিহত আব্দুল আজিজ মিন্টু চুয়াডাঙ্গা জেলার খাসপাড়া গ্রামের গফুর মেম্বারের ছেলে।

জানা গেছে, প্রায় ১০ বছর পূর্বে জীবিকার সন্ধানে বৈধভাবে মালয়েশিয়ার জোহর বাহরুতে গিয়েছিলেন তিনি। দুই সন্তানের জনক মিন্টু ছুটিতে দেশে ফেরার জন্য সকল তথ্য ও প্রয়োজনীয় কাগজ জমা করার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে তার পরিবার।

তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের লাশ ফিরিয়ে আনা সহ তার পরিবারের আর্থিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

banner close
banner close