বৃহস্পতিবার

৭ নভেম্বর, ২০২৪
২৩ কার্তিক, ১৪৩১
০৬ জামাদিউল আউয়াল, ১৪৪৬

সুইজারল্যান্ডে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৪ ১০:৫৫

শেয়ার

সুইজারল্যান্ডে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে যোগদান করা নতুন রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম মিট দা এম্বাসেডর অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রথমবারের মতো মতবিনিময় সভার আয়োজন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার গনবিপ্লবে শাহাদত বরণকারী শহীদদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সে সময় নবনিযুক্ত রাষ্ট্রদূত আয়োজিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন আনোয়ার শেখ, কবির মোল্লা, আজহার হোসেন, আলামিন সিকদার, রিয়াজুল হক, গোলাম মোস্তফা, নুরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, মাহবুবুর রহমান, অপু খান, সাজিল, জুয়েল, ছাত্র সমন্নয়ক তাজুল ইসলাম, হাবিবুর রহমান প্রমূখ। 

রাষ্ট্রদূত তার বক্তব্যে সকলে মিলেমিশে নতুন করে দেশ গড়ার আহবান জানান এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিদের আহবান জানান। এ সময় তিনি কন্স্যাুলেট সেবার মান বাড়ানোর আশা প্রকাশ করেন।