বৃহস্পতিবার

৭ নভেম্বর, ২০২৪
২৩ কার্তিক, ১৪৩১
০৬ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি ঘোষণা

প্রতিনিধি, ইউরোপ

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৪ ২১:০১

আপডেট: ৩ নভেম্বর, ২০২৪ ২১:৩৫

শেয়ার

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি ঘোষণা
ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন’ কমিটির প্রধান উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক। কোলাজ: বাংলা এডিশন

ইউরোপ প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের অস্ট্রিয়া হতে নিবন্ধিত সংগঠন ‘ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন’ এর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এক ভার্চ্যুয়াল সভার মাধ্যমে বুধবার আনুষ্ঠানিক ভাবে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান।

পূর্নাঙ্গ কমিটির তালিকাঃ

সভাপতি: হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই (জার্মানী), সহ সভাপতি: এনায়েত হোসেন সোহেল, আই অন টেলিভিশন (ফ্রান্স), শাহীন খলিল কাউছার, জি টিভি (ইতালি)

সাধারণ সম্পাদক: এসকে এমডি জাকির হোসেন সুমন, যমুনা টেলিভিশন ও দৈনিক কালেরকন্ঠ (ইতালি)

যুগ্ম-সম্পাদক: জহিরুল ইসলাম, নিউজ টুয়েন্টি ফোর ও বিডি নিউজ ইউরোপ (গ্রিস)

সহ-সম্পাদক: রহমান মাহবুবুর (ফ্রান্স), দর্পন (সুইজারল্যান্ড)

অর্থ-সম্পাদক: মোহাম্মদ উল্লাহ সোহেল, বাংলা ভিশন (ইতালি)

সহ অর্থ-সম্পাদক: মোহাম্মদ তাহির হোসেন, দৈনিক মানবকন্ঠ ও ইউরো বাংলা টাইমস (পর্তুগাল)

সাংগঠনিক সম্পাদক: জিয়াউর রহমান খান সোহেল, স্বদেশ বিদেশ ও এমকে টেলিভিশন (ইতালি)

দপ্তর সম্পাদক: ইসমাইল হোসেন স্বপন, দৈনিক কালবেলা (ইতালি) ও এনটিভি (ইউকে), ভিসেন্সা (ইতালি)

আন্তঃর্জাতিক সম্পাদক: কবীর আহমেদ, ওয়ান টিভি ইউকে (অস্ট্রিয়া)

প্রচার-সম্পাদক: শাহ্ সোহেল, বাংলা টেলিগ্রাম (ফ্রান্স)

সাহিত্য সম্পাদক: কাজী মাহফুজ রানা, চ্যানেল প্রবাহ (আয়ারল্যান্ড)

মহিলা সম্পাদক: নাজনীন আখতার, বিশেষ প্রতিনিধি, আইঅন টেলিভিশন (ইতালি),

সাংস্কৃতিক সম্পাদক: খন্দকার মেভিজ পরমা, বিডি নিউজ ইউরোপ (গ্রিস)

ক্রীড়া সম্পাদক: নজরুল ইসলাম বিপ্লব, এভিয়েশন নিউজ (জার্মানী)

অভিবাসন সম্পাদক: কামরুজ্জামান ভূইয়া ডালিম, মাইগ্রেশন বাংলা টেলিভিশন ও এসএ টেলিভিশন (গ্রিস)

সমাজকল্যান সম্পাদক: সাবুল আহমেদ, প্রতিদিনের বাংলাদেশ (ফ্রান্স)

কার্যকরী সদস্য: বিটু বড়ুয়া, সময় টেলিভিশন (জার্মানি) মাহবুবুর রহমান, সম্পাদক, ইউরো বাংলা টাইমস, (অস্ট্রিয়া), ফাহিম হোসেন, মাইগ্রেশন বাংলা টেলিভিশন (ইতালি)

এছাড়াও প্রধান উপদেষ্টাসহ সাত উপদেষ্টার মধ্যে তিন জন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়েছে।

উপদেষ্টারা হলেনঃ

গঠনতন্ত্র অনুযায়ী প্রদান উপদেষ্টা কার্যকরী কমিটির সদস্য: মাহবুবুর রহমান, সম্পাদক ও প্রকাশক ইউরো বাংলা টাইমস (অস্ট্রিয়া), সফিকুল ইসলাম (জার্মানি), সৈয়দ কামরুল সারোয়ার (ইতালি)।

উল্লেখ্য যে গত ১৭ই অক্টোবর ভার্চ্যুয়াল সভার মাধ্যমে ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর আংশিক কমিটি গঠন করা হয়। সেখানে প্রধান উপদেষ্টা, সভাপতি ও সাধারণ সম্পাদক কে নির্বাচিত করে ১৫ দিনের মধ্য পূর্নাঙ্গ কমিটি গঠনে নির্বাচিত তিন জনকে দায়িত্ব দেয়া হয়। এই পূর্নাঙ্গ কমিটি ৩০’শে অক্টোবর ২০২৪ থেকে ২০২৬ ইং সাল পর্যন্ত  মোট ২ বছর দায়িত্ব পালন করবে।