শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

ওয়াতান ব্যায়াম বিভাগের ১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত "ওয়াতান ২০২৪" এর চতুর্থ সংস্করণ চালু করার ঘোষণা

প্রতিনিধি, কাতার

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৪ ১২:৩০

শেয়ার

ওয়াতান ব্যায়াম বিভাগের ১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত
ছবি: সংগৃহীত

কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানির পৃষ্ঠপোষকতায় এবং কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর কমান্ডার (লেখউইয়া) ওয়াতান ব্যায়াম বিভাগের উদ্যোগে ১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চতুর্থবার এর মত WATAN EXERCISE 2024-এর আয়োজন করা হয়েছে৷ 

এ মহড়ায় ৭০ টিরও বেশি সামরিক, নিরাপত্তা এবং বেসামরিক সংস্থার পাশাপাশি ইতালি প্রজাতন্ত্রের নিরাপত্তা বাহিনীর অংশগ্রহণে থাকবে৷  

মহড়া প্রস্তুতি উপলক্ষে ৭ নভেম্বর সকালে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর (কাতার লেখউইয়ার) সদর দফতরে  এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে মহড়ায় অংশগ্রহণকারী সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সদস্যদের উপস্থিতিতে এই ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, কাতারের বিভিন্ন বিভিন্ন স্থানে অনুশীলন চলবে যার মধ্যে স্থল, সমুদ্র এবং বিমান প্রবেশের পয়েন্ট, মূল সামরিক এবং পরিষেবা স্থাপনা, পর্যটন সাইট, অপারেশন কেন্দ্র, আবাসিক এলাকা, প্রধান রাস্তা এবং কেনাকাটা কেন্দ্রগুলিসহ অন্যান্য মনোনীত এলাকাগুলিতে এ মহড়া চলতে থাকবে, এতে স্থানীয় নাগরিক ও প্রবাসীদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই ৷

banner close
banner close