বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা এমআরপি পাসপোর্টের নানা সমস্যায় ভুগছেন। আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পাবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। বুধবার নিজের ফেরিফায়েড ফেসবুকে পেজে একটি ভিডিও বার্তায় এ কথা জানান আসিফ নজরুল।
ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন, ‘মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের একটা মিটিং ছিল। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, আমি ছিলাম। সেখানে আমাদের পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট দফতরের সবাই ছিলেন। আমারা সেখানে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে কিছু সুসংবাদ পেয়েছি।’
আইন উপদেষ্টা বলেন, ‘আমরা জানি আপনাদের এমআরপি পাসপোর্টে খুব সমস্যা হচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন তারা পরবর্তী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। প্রথম প্রায়োরিটি দেয়া হচ্ছে সৌদি আরব ও মালয়েশিয়ায় আমাদের যে ভাই-বোনরা আছেন তাদের। এরপর যে সমস্ত দেশে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে সমস্যাটা ৩-৪ সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে, ইনশাআল্লাহ আগামী ৩-৪ বছরের মধ্যে আর এই সমস্যা হবে না।’
ই-পাসপোর্টের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘ই-পাসপোর্টে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যে, এখান থেকে প্রয়োজন হলে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেয়ার জন্য। এগুলো পরে আপনাদের বিস্তারিত জানানো হবে। প্রবাসী ভাই-বোনদের জন্য আমাদের অনেক দায় রয়েছে। অনেক কাজ করার ইচ্ছা রয়েছে, আমরা চেষ্টা করছি, অগ্রগতি হলে আপনাদের জানিয়ে দেব।’
আরও পড়ুন: