শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২১ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

বাহরাইনে বাংলাদে‌শিদের জন্য ভিসা চালু করার অনুরোধ চার্জ দ্যা অ্যাফেয়ার্সের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:৪৬

আপডেট: ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০৯:৪৬

শেয়ার

বাহরাইনে বাংলাদে‌শিদের জন্য ভিসা চালু করার অনুরোধ চার্জ দ্যা অ্যাফেয়ার্সের
ছবি: সংগৃহীত

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে বৈঠক করেছেন বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।

স্থানীয় সময় বুধবার বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী জায়ানি বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো অভিনন্দন বার্তা চার্জ দ্যা অ্যাফেয়ার্সের কাছ থেকে গ্রহণ করেন।

প্রধান উপদেষ্টা বাহরাইনের জাতীয় দিবস এবং রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সিংহাসনে আরোহণের ২৫ বছর পূর্তিসহ বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী বরাবর এ অভিনন্দন বার্তা প্রেরণ করেন।

পরে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী এবং চার্জ দ্যা  অ্যাফেয়ার্স বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়সহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

বিশেষ করে চার্জ দ্যা অ্যাফেয়ার্স বাংলাদেশিদের জন্য ফ্যামিলি ভিসাসহ সব ভিসা চালু করে দেয়ার জন্য অনুরোধ জানান। এ পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী আলোচ‍্য বিষয়ে প্রধানমন্ত্রীর নজরে আনাসহ ইতিবাচক সমাধানে চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন ।

একইসঙ্গে চার্জ দ্যা অ্যাফেয়ার্স দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দূতাবাসের সঙ্গে যৌথভাবে লোগো ও বিশেষ প্রকাশনা উন্মোচনের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

banner close
banner close