
সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ক্ষমার সসময়সীমা অতিক্রমের পর তল্লাশী অভিযানে ভিসা সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে ৬ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে প্রশাসন। এ জন্য ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ২৭০টি তল্লাশী অভিযান চালিয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারী)- দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস এন্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এর মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খাইলি স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন এবং এ ধরণের অভিযান অব্যাহত রাখার কথা জানান।
কর্তৃপক্ষ আরও জানায়, অবৈধ অভিবাসীকে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আশ্রয় প্রশ্রয় ও ভিসানীতি লঙ্ঘনে সহায়তা করলে তাকে কারাদণ্ড দেওয়া হবে ও কমপক্ষে ১০ হাজার দিরহাম জরিমানা করা হবে। যদি কোনো ব্যক্তি অফিসিয়াল স্পনসর না হয়ে কোনো আইন লঙ্ঘনকারীকে নিয়োগ দেয় তাহলে তাকে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হবে।
গত বছরের ০১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সাধারণ ক্ষমা বা অ্যামনেস্টির সময়সীমা মূলত ৩১ শে অক্টোবর পর্যন্ত নির্ধারিত থাকলেও পরে কর্তৃপক্ষ তা আরও দুই মাসের জন্য অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে ।
এ সময়সীমা শেষ হওয়ার আগে অবৈধ প্রবাসীদের ভিসা অ্যামনেস্টি গ্রহণ করে বিনা জেল জরিমানায় নিজেদের অবস্থান বৈধকরণ কিংবা দেশত্যাগের আহ্বান জানিয়েছিল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: