বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
১৯ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

সৌদি আরবে ছুরিকাঘাতে এক প্রবাসী বাংলাদেশির হাতে আরেক বাংলাদেশি খুন

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৪:৪৬

শেয়ার

সৌদি আরবে ছুরিকাঘাতে এক প্রবাসী বাংলাদেশির হাতে আরেক বাংলাদেশি খুন
কোলাজ: বাংলা এডিশন

সৌদি আরবের মক্কায় এক প্রবাসী বাংলাদেশির হাতে খুন হয়েছেন আরেক বাংলাদেশি।

সৌদি আরবের মক্কা নগরীর আল তওহীদ কোম্পানির বলদিয়া জুম্মুম ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম ফরহাদ হসেন।

হত্যাকান্ডে জড়িত ব্যক্তির নাম নুরুল ইসলাম।

তারা দুইজন আল তওহীদ কোম্পানিতে কর্মরত ছিলেন এবং তারা আল তওহীদ কোম্পানির বলদিয়া জুম্মুম ক্যাম্পে একই কক্ষে বসবাস করতেন।

মঙ্গলবার এশার নামাজের পর ফরহাদ ও নুরুল ইসলামের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেটি হাতাহাতিতে পরিনত হয়।

হাতাহাতির এক পর্যায়ে নুরুল ইসলাম ফরহাদকে ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ফরাহাদের মৃত্যু হয়।

তাতক্ষনিকভাবে ক্যাম্পের লোকজন নুরুল ইসলামকে আটক করে রাখে। আইনি প্রক্রিয়া চলমান।

নিহত ফরহাদের দেশের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতিতে।

এদিকে অভিজুক্ত নুরুল ইসলামের বাড়ি একই জেলার ঘাটাইল উপজেলায়।

 

banner close
banner close