শুক্রবার

১৪ ফেব্রুয়ারি, ২০২৫
১ ফাল্গুন, ১৪৩১
১৫ শা’বান, ১৪৪৬

মালয়েশিয়ায় ফুডকোর্টে অভিযান, ৯ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১৯:২৬

শেয়ার

মালয়েশিয়ায় ফুডকোর্টে অভিযান, ৯ বাংলাদেশি আটক
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় ফুডকোর্টে অভিযান চালিয়ে ৯ বাংলাদেশিসহ ৫৮ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বুধবার সেলাঙ্গর রাজ্যের পুচং শহরের কেন্দ্রস্থলে একটি ফুডকোর্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, স্থানীয় জনসাধারণের অভিযোগ এবং এক সপ্তাহের নজরদারির ভিত্তিতে অভিবাসন বিভাগ এ অভিযান চালায়।

অভিযানে ১০২ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্য থেকে ৫৮ অভিবাসীর যেসব অপরাধ শনাক্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে মালয়েশিয়ায় অতিরিক্ত সময় কাটানো, অস্থায়ী কর্ম পরিদর্শন পাসের অপব্যবহার এবং অবৈধ ব্যবসা পরিচালনা করা।

পরিচালক বলেন, আটকদের মধ্যে মিয়ানমারের ৩১ পুরুষ এবং ১০ নারী, ইন্দোনেশিয়ার ২ পুরুষ ও এক নারী, ৯ বাংলাদেশি ও ৪ ভারতীয় পুরুষ এবং একজন ভিয়েতনামি পুরুষ নাগরিক রয়েছেন।

আটক ১৮ থেকে ৪০ বছর বয়সী অভিবাসীদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান।