শনিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৫
১০ ফাল্গুন, ১৪৩১
২৩ শা’বান, ১৪৪৬

যথাযোগ্য মর্যাদায় ওমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ১৭:৫৯

শেয়ার

যথাযোগ্য মর্যাদায় ওমানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ছবি: সংগৃহীত

ওমানে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শুক্রবার সকাল সাড়ে ৭টায় ওমানের বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিমের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা।

পরে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, জাতীয়তাবাদী দল বিএনপি, বন্ধু সমাজ, বাংলাদেশ স্কুল মাস্কাট, চট্টগ্রাম সমিতি ওমানসহ বিভিন্ন সংগঠনের নেতারা ও প্রবাসী বাংলাদেশিরা শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।