বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

ফাইভ জি স্পিডে তারাবি পড়া থেকে বেরিয়ে আসার আহ্বান আজহারীর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৫ ২১:৪০

শেয়ার

ফাইভ জি স্পিডে তারাবি পড়া থেকে বেরিয়ে আসার আহ্বান আজহারীর
ছবি: সংগৃহীত

তারাবি পবিত্র রমজান মাসের বিশেষ ইবাদত। এ নামাজের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে হাদিস শরিফে। তারাবির নামাজ ধীরে স্বস্তিতে পড়তে হয়। আমাদের দেশের মসজিদগুলোতে দ্রুত তারাবির নামাজ আদায় করা হয়। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে অনেক আগে থেকেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। তার মতে, দ্রুত তারাবি পড়া থেকে বেরিয়ে আসতে হবে।

রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চাইনিজ অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়া ইফতার মাহফিলের আয়োজন করে। মাহফিলে প্রধান আলোচক ছিলেন আজহারী।

তিনি বলেন, ‘ফাইভ জি স্পিডে কুরআন তেলাওয়াত করা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এর ফলে সঠিকভাবে কুরআন তেলাওয়াত করা সম্ভব হয় না। ভুল ভ্রান্তির আশঙ্কা থাকে।’

মাহফিলে আজহারী পবিত্র কুরআনের সুরা আত-ত্বিন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘মহান আল্লাহ এ সুরায় দুটি ফল ও দুটি পবিত্র স্থান নিয়ে কসম করেছেন। ত্বিন ও জয়তুন ফল, মক্কা নগরী এবং সিনাই পর্বত—এসবই আল্লাহর কসমের বিষয়।’

banner close
banner close