
ভিসা চালুর ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ বা সময় বলা সম্ভব না বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ।
তিনি বলেন, ‘তবে আমরা চেষ্টা চালাচ্ছি। এই লক্ষ্যে আমিরাতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর জন্য কাজ করছি। বিশেষ করে ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়ানো গেলে সাধারণ ভিসা চালু হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। এব্যাপারে এরইমধ্যে প্রধান উপদেষ্টা আলোচনা করে গেছেন। আমরাও বিষয়টা নিয়ে কাজ করছি।’
আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন।
সোমবার দূতাবাসে এই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদ, সহ-সভাপতি এস এম মোদাসসের শাহ, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আসিফ, অর্থ সম্পাদক শাহজাহান আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ইরফান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাফায়াত উল্লাহ, সদস্য আশিকুল ইসলাম ও মোশাররফ হোসেন।
আরও পড়ুন: