বৃহস্পতিবার
6:48:45

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৫ শাওয়াল, ১৪৪৬

ইতালিতে বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির উদ্যোগে ইফতার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৫ ২২:০৯

শেয়ার

ইতালিতে বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির উদ্যোগে ইফতার
ইতালিতে প্রবাসীদের সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ইতালিতে প্রবাসীদের সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার  স্থানীয় বড় মসজিদ ও ছোট মসজিদে এই আয়োজন সম্পন্ন হয়। যেখানে কয়েক শতাধিক বাংলাদেশি প্রবাসী অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তির জন্য দোয়া করেন এবং প্রবাসীদের সামাজিক সংহতির ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটির সভাপতি এমদাদুর রহমান চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তারেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রনি শেখ, প্রচার সম্পাদক মাসুদ আলী, দপ্তর ও আইন সম্পাদক জাহাঙ্গীর হুসেন বাবলু, অর্থ সম্পাদক শিবলী সাদিক, ধর্ম সম্পাদক জামাল উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক ও আপ্যায়ন সম্পাদক মো. মোবারক হোসেন।

সহসভাপতি সেলিম হুসাইন, সহসভাপতি মইনুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, সহসাধারণ সম্পাদক মহিন উদ্দিন, সহপ্রচার সম্পাদক ইসমাইল হোসেন স্বপন, সহসাংস্কৃতিক সম্পাদক মামুন সহক্রীড়া সম্পাদক মঞ্জুর রহমান। কার্যকরী পরিষদ সদস্য রকুন মুহাম্মেদ, মো. মুরাদ, মামুন খান, মতি, বশির, বিজয় বেপারি। প্রধান উপদেষ্টা আফিল উদ্দিন, উপদেষ্টা খান মাহমুদ, মজিবর রহমান চৌধুরী, জামাল উদ্দিন প্রমুখ।

এ ছাড়া ইফতার মাহফিলে ভিচেন্সা শহরের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতারা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির নেতারা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবেন।

banner close
banner close