বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

কুয়ালালামপুর বিমান বন্দরে ৩৬ বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৫ ২২:১০

শেয়ার

কুয়ালালামপুর বিমান বন্দরে ৩৬ বাংলাদেশি আটক
ছবি: সংগৃহীত

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে একেপিএস। মঙ্গলবার ৩৬ বাংলাদেশিসহ ৪৫ জনকে আটক করে কেএলআইয়ের সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

এর আগে ১৭ মার্চ ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ১৫ জন বাংলাদেশিকে আটক করে সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা।

বুধবার  একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু করে তিন ঘণ্টা ধরে পরিদর্শন অভিযান চালানো হয়েছিল। পরিদর্শন অভিযানে মোট ১১৫ জন বিদেশিকে কাগজপত্র পরীক্ষা করা হয়েছিল, তারপর দেখা গেছে যে ৪৫ জন এই দেশে প্রবেশের প্রয়োজনীয়তা পূরণ করেনি। এর মধ্যে ৩৬ জন বাংলাদেশি এবং বাকি নয়জন পাকিস্তানি।

কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, তাদের অবতরণ করতে দেওয়া হবে না, আরও তদন্তের জন্য আটকদের মনিটরিং ইউনিটের অফিসে নিয়ে যাওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে একেপিএস।

banner close
banner close