বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

আরব আমিরাতের শেখ জায়েদ মসজিদে ঈদের নামাজে লাখো মানুষের সমাগম  

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৫ ১৫:২৩

শেয়ার

আরব আমিরাতের শেখ জায়েদ মসজিদে ঈদের নামাজে লাখো মানুষের সমাগম  
ছবি: সংগৃহীত

বিশ্বের অনেক দেশে রোববার পালিত হয়েছে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদ পালিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতেও। দেশটির সবচেয়ে বড় মসজিদ শেখ জায়েদ মসজিদে ঈদের নামাজের সবচেয়ে বড় সমাগম হয়।

স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

আমিরাতের প্রেসিডেন্ট থেকে শুরু করে এদেশের প্রথম সারির সরকারি/বেসরকারি কর্মরত শেখরা এই মসজিদে নামাজ আদায় করেন। সরকারি কূটনৈতিক ব্যক্তিরা এ মসজিদে নামাজ আদায় করার কারণে সারারাত থেকে মসজিদে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়।

তবে কূটনৈতিক ব্যক্তিরা এ মসজিদে নামাজ আদায় করলেও সাধারণ মানুষের প্রবেশে কোনো বাধা ছিল না। এখানে সব দেশের পেশাজীবী মানুষকে নামাজ আদায়ের সুযোগ দেয়া হয়।

নিরাপত্তা সংক্রান্ত কারণে মসজিদের ভেতর প্রবেশ করতে অনেক সময় লেগে যায়। মসজিদের ভেতরে প্রবেশ করার জন্য রাত তিনটা থেকেই মুসল্লিরা মসজিদে আসা শুরু করেন।

মসজিদের ভেতর প্রবেশ করার আগে প্রথম সিকিউরিটি গেইটে কোনো বাধা না থাকলেও দ্বিতীয় সিকিউরিটি গেইট থেকে বডি চেকিংয়ে মাধ্যমে ভেতরে ঢুকতে দেওয়া হয়। সিকিউরিটি ব্যবস্থা এতটাই কড়াকড়ি ছিল যে গেইটের বাইরে হাজার হাজার মানুষের ভিড় জমে যায় কিন্তু মসজিদের ভেতর ঢোকার আগেই নামাজ শুরু হয়ে যায়। যার ফলে নামাজ পড়তে আসা এক তৃতীয়াংশ লোক ভেতরে প্রবেশ করতে পারেননি। তারা বাইরে নামাজ আদায় করেন।

 

banner close
banner close