
আমেরিকার মিশিগান স্টেটে উদ্ভাবনী রোভারের কার্যক্ষমতার ডিজাইন ডকুমেন্টশন এবং নাসা প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুতির ওপর এক সেমিনার করেছে ড্রিমস অব বাংলাদেশ প্রতিনিধি দল।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মেডিসন হাইটস শহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে চবি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ বাংলাদেশি কমিউনিটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দিপুর সভাপতিত্বে ও সেক্রেটারি লুৎফুর রহমানের সঞ্চালনায় রোভার তৈরির প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা করেন প্রতিনিধি দলের কোচ মো. মঈনউদ্দীন এবং দলনেতা মাহাদীর ইসলাম। সেমিনারে তাদের তৈরি মুন রোভার মাইরেজ পরিদর্শন করা হয়।
নাসা আয়োজিত হিউম্যান অক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ ২০২৫ (এইচইআরসি) প্রতিযোগিতায় অংশ নিতে অ্যামেরিকা এসেছে ‘ড্রিমস অব বাংলাদেশ’ এর ১২ সদস্যর প্রতিনিধি দল। বাংলাদেশি তরুণদের গবেষণা দলের সবাই বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী। ১১ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার প্রধান পর্ব।
আরও পড়ুন: