বৃহস্পতিবার

১৭ এপ্রিল, ২০২৫
৪ বৈশাখ, ১৪৩২
১৯ শাওয়াল, ১৪৪৬

মিশরে ফিলিস্তিনি উদ্বাস্তু শিশুদের নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ উদযাপন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫ ২১:১৬

শেয়ার

মিশরে ফিলিস্তিনি উদ্বাস্তু শিশুদের নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ উদযাপন
মিশরে ফিলিস্তিনি উদ্বাস্তু শিশুদের নিয়ে ঈদ উদযাপন করল বাংলাদেশি শিক্ষার্থীরা । ছবি সংগৃহীত

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব, ঈদ মানে সুখ-দুঃখের ভাগাভাগি, ঈদ মানেই আত্মার সঙ্গে আত্মার মিলন। ঈদুল ফিতর নিয়ে মিশরে প্রবাসী বাংলাদেশিরা যখন নিজেদের বন্ধুবান্ধব ও পরিবারকে ঘিরে বিভিন্ন উৎসবের আয়োজন করছিল। ঠিক তখনই আল-আজহারে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংগঠন বাংলাদেশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবকরা আয়োজন করছিল মিশরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি উদ্বাস্তু শিশুদের জন্য ঈদ উদযাপনের‌।

সম্প্রতি মিশরের রাজধানী কায়রোর হাদিকাতুদ দাওলিয়ায় (আন্তর্জাতিক উদ্যান) পার্কে আয়োজিত এই আয়োজনে অংশগ্রহণ করেন মিশরে আশ্রয় নেওয়া শতাধিক ফিলিস্তিনি উদ্বাস্তু পরিবার। যারা বর্বর ইসরায়েলিদের দ্বারা নির্যাতিত হয়ে আশ্রয় নিয়েছে পার্শ্ববর্তী দেশ মিশরের বুকে। এই ঈদ উদযাপনটি কেবল একটি উৎসব নয়, এটি ছিল সহমর্মিতার প্রতীক, সংহতির বার্তা এবং একসঙ্গে থাকার দৃঢ় অঙ্গীকারের ঘোষণা।

আল-আজহার শিক্ষার্থী হাসান মাহমুদের সঞ্চালনা ও আবু সায়েমের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ঈদ আনন্দ অনুষ্ঠানে প্রতিটি ফিলিস্তিনি উদ্বাস্তু পরিবারের জন্য ছিল একটি করে ঈদ উপহারের বিশেষ খাম, সুস্বাদু খাবার, শিশুদের জন্য বাহারি রঙের খেলনা ও ঈদ সালামি।

বাংলাদেশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ অর্গানাইজেশনের সভাপতি উসামা বিন শফিক বলেন, এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা বার্তা দিতে চাই ফিলিস্তিনের জনগণ একা নয়। বাংলাদেশের মানুষ তাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।

সংগঠনটির সেক্রেটারি মারুফ হোসাইন সাদ্দান তার বক্তব্যে বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, নির্যাতিতদের পাশে দাঁড়ানোই আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। আমরা বিশ্বজনমত গড়ে তোলার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখবো।

ফিলিস্তিনিদের উদ্বাস্তু পরিবারদের নিয়ে ঈদ আনন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির এক্সিকিউটিভ কমিটি, উপদেষ্টা পরিষদ, ফাউন্ডিং মেম্বার্স, সাবেক ও বর্তমান স্বেচ্ছাসেবকরা।

 

banner close
banner close