শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৫ ১৯:১৫

আপডেট: ১১ এপ্রিল, ২০২৫ ১৯:১৫

শেয়ার

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীরা
ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে মালয়েশিয়াস্থ প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)’। বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি হোটেলে এই সভা থেকে ছাত্রনেতারা ৪টি দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো- বিগত স্বৈরশাসক কর্তৃক গৃহীত বাংলাদেশি পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ বাক্যটি অপসারণ অবৈধ ঘোষণা করে অনতিবিলম্বে শব্দটি পুনঃস্থাপন করা। এটি হবে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের প্রতি ঘৃণা প্রদর্শনের উপযুক্ত পদক্ষেপ।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনকে প্রবাসীদের পক্ষ থেকে গৃহীত প্রতিবাদগুলোকে গুরুত্বের সাথে আমলে নিয়ে বাংলাদেশের সরকারকে আনুষ্ঠানিক বার্তা পাঠানো।

পৃথিবীর অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ন্যায় বাংলাদেশেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যোগে গৃহীত প্রতিবাদ সভা নির্বিঘ্নে পালনের ব্যবস্থা করা। এসব প্রতিবাদ যেন মিডিয়ায় যথাযথ গুরুত্বের সাথে প্রচারিত হয় সেটি নিশ্চিত করা এবং এসব কর্মসূচিতে কর্তৃপক্ষের কোনো বাধাবিপত্তি কাম্য নয়।

ফিলিস্তিনিদের পক্ষে আন্তর্জাতিকভাবে ইসরায়েলের বিপক্ষে বিডিএস (বয়কট, ডাইভেস্টমেন্ট তথা বিচ্ছিন্নকরণ ও স্যাংশন) কর্মসূচিকে দেশ ও বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের মাঝেও ছড়িয়ে দেওয়া।

লিংকন ইউনিভার্সিটির শিক্ষার্থী রাশেদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থী ওমর ফারুক সৈকত, সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার প্রমুখ। 

banner close
banner close