শুক্রবার

১৮ এপ্রিল, ২০২৫
৫ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

মালয়েশিয়ায় ৯৮ বাংলাদেশিসহ আটক ২৮৮

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৫ ২০:২২

আপডেট: ১১ এপ্রিল, ২০২৫ ২০:২২

শেয়ার

মালয়েশিয়ায় ৯৮ বাংলাদেশিসহ আটক ২৮৮
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযানে ৯৮ বাংলাদেশিসহ ২৮৮ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সেলাঙ্গর রাজ্যের কাজাং স্টপওভার সেন্টারে অভিযান চালিয়ে মোট ২৮৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

মালয়েশিয়ান ইমিগ্রেশনের (অপারেশন) ডেপুটি ডিরেক্টর-জেনারেল, জাফরি এমবক তাহা এক বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ৯০টি প্রাঙ্গণসহ ছয়টি ব্লকে অভিযান চালানো হয় ।

অভিযানের সময় মোট ১,০৩৫ জন ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয়। যার মধ্যে ৭৮৫ জন বিদেশি এবং ২৫০ জন স্থানীয়।

এর মধ্যে যাদের বৈধ কোনো কাগজপত্র নেই তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ২৪২ পুরুষ এবং ৪৬ জন মহিলা রয়েছেন। যাদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। আটকদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, নেপাল, ভারত, শ্রীলংকা এবং সুদানের নাগরিক।

জাফরি বলেন, এলাকায় অভিযান প্রথমবারের মতো নয় বরং সময়ে সময়ে ধারাবাহিকভাবে আইন প্রয়োগকারীদের অভিযান চালানো হবে।

banner close
banner close