শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

ইউকে বিসিসিআই-এর ঈদ পুনর্মিলনী ও বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৫ ১০:৪৯

শেয়ার

ইউকে বিসিসিআই-এর ঈদ পুনর্মিলনী ও বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে-বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ইউকেবিসিসিআই) উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত হয়েছে।

গত ১৩ এপ্রিল দুপুরে ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রবাসী ব্যবসায়ী, বিশিষ্ট কমিউনিটি নেতা, কূটনৈতিক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ইউকে বিসিসিআইয়ের ডিরেক্টর অব লিগ্যাল অ্যাফেয়ার্স ব্যারিস্টার আনোয়ার মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে বিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ।

ইউকে বিসিসিআই-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বজলুর রশীদের শুভেচ্ছা বক্তব্যে মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন- হাউজ অব লর্ডসের সদস্য ব্যারোনেস পোলা উদ্দিন, সাবেক প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু, ডিরেক্টর অব ফিনান্সিয়াল অ্যাফেয়ার্স কামরু আলী, বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কাউন্সিলর তানভীর আজিম প্রমুখ।

ইউকে বিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এনআরবি কমিউনিটিকে ইমার্জিং বাংলাদেশে আরও বেশি সম্পৃক্ত করা। এই ধরনের অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্পর্ক ও সংহতি আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ইউকে বিসিসিআই প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বজলুর রশীদ বলেন, ‘আমাদের সংগঠন ১০ বছর পূর্তি উদযাপন করেছে। আমাদের মূল উদ্দেশ্য প্রবাসী ব্যবসায়ীদের কানেক্ট করা।’

সকেলের ঐক্য এবং সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন বজলুর রশীদ।

banner close
banner close