শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

আমিরাতে বাংলাদেশের ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জমকালো আয়োজন

প্রতিনিধি,আমিরাত

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৫ ১৬:৪১

শেয়ার

আমিরাতে বাংলাদেশের ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জমকালো আয়োজন
ছবি : বাংলা এডিশন

মঙ্গলবার  সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি অভিজাত হোটেলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশিষ্ট প্রবাসী ও আমিরাতসহ বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অন্তত ৩২টি দেশের কূটনৈতিক ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী মহামান্য আহমেদ বিন আলী আল সায়্যিদ।

অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি তার বক্তব্যে বাংলাদেশ আমিরাতের দীর্ঘদিনের সুসম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রদূত আরও বলেন, ‘প্রফেসর ড.মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুখী, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদান অনস্বীকার্য।‘

এসময় দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামানসহ, বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেটের উর্ধ্বত্বন কর্মকর্তা ও তাদের পরিবার, বিমান, জনতা ব্যাংকের কর্মকর্তাগণ, সিআইপি মর্যাদা প্রাপ্ত বিশিষ্ট প্রবাসী, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত প্রবাসীরা এ অনুষ্ঠানের মাধ্যমে আমিরাত বাংলাদেশের সম্পর্ক আরও জোরালো হওয়ার পাশাপাশি দেশটিতে শীঘ্রই বাংলাদশীদের জন্য শ্রম বাজার উন্মুক্ত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

banner close
banner close