শনিবার

২৬ এপ্রিল, ২০২৫
১২ বৈশাখ, ১৪৩২
২৮ শাওয়াল, ১৪৪৬

ওমানে দুর্ঘটনায় হতাহত প্রবাসীরা ক্ষতিপূরণ পেলেন সাড়ে ৫ কোটি টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫ ১৯:১২

শেয়ার

ওমানে দুর্ঘটনায় হতাহত প্রবাসীরা ক্ষতিপূরণ পেলেন সাড়ে ৫ কোটি টাকা
ছবি: সংগৃহীত

ওমানে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত প্রবাসীদের পরিবার সাড়ে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে। মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এ অর্থ ক্ষতিপূরণ হিসেবে আদায় করা সম্ভব হয়েছে।

এর মধ্যে রংপুরের নীলফামারী জেলার প্রবাসী রাফি ইসলাম পেয়েছেন ৭০ হাজার ওমানি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা।

বুধবার দুপুরে মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানে রাফি ইসলামসহ অন্য প্রবাসীদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন রাষ্ট্রদূত খন্দকার মিজবাহ উল আলম। এ সময় দূতাবাসের শ্রম কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২২ সালে মাস্কাটের কয়াদিকবির এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে গালফার কোম্পানির একটি বাস দুর্ঘটনায় গুরুতর আহত হন রাফি ইসলাম। দুই বছরেরও বেশি সময় ধরে তিনি ওমানে চিকিৎসা গ্রহণ করেন এবং বর্তমানে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

প্রবাসী বাংলাদেশিদের যে কোনো দুর্ঘটনা বা আইনি জটিলতায় স্থানীয় দালাল বা মধ্যস্বত্বভোগীদের খপ্পরে না পড়ে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান রাষ্ট্রদূত খন্দকার মিজবাহ উল আলম।

banner close
banner close