বৃহস্পতিবার

৩ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৪১

আপডেট: ২ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১৯

শেয়ার

চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন স্থগিত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন চিকিৎসকরা। ছবি: সংগৃহীত

কর্মবিরতি বা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। তাদের নিরাপত্তায় ঢাকা মেডিকেলে মোতায়েন করা হয়েছে দুই প্ল্যাটুন বিজিবি। চিকিৎসকদের ওপর যারা হামলা করেছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাসও দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা।

এর আগে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে রবিবার সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে দেন চিকিৎসকেরা।

হামলার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে সঙ্গে আলোচনা করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা। আলোচনায় হামলাকারীদরে গ্রেফতারের আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা। পরে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা।

banner close
banner close